ম্যান অব দ্য সিরিজ ‘দ্য ফিজ’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মুস্তাফিজুর রহমান গত বছরখানেক ধরে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, জাতীয় দলের একাদশ ঠাঁই হচ্ছিল না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারও হারানো ফর্ম ফিরে পেয়েছেন ‘দ্য ফিজ’। ১০ ম্যাচে ২৪৩ রান দিয়ে ২২ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা এই বাঁ-হাতি পেসার পুরো টুর্নামেন্টে ৩৮.৫ ওভার বল করেছেন। মেডেন নিয়েছেন ১টি। ইকনোমি মাত্র ৬.২৫। আজ ফাইনাল ম্যাচেও তিনি একটি শিকার ধরেন। যদিও তার দল ৫ রানে ম্যাচ হেরে রানার্সআপ হয়েছে। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে গেছে তারুণ্যনির্ভর গাজী গ্রুপ চট্টগ্রাম।

টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন বেক্সিমকো ঢাকার পেসার মুক্তার আলী। মুক্তারের পর ১৬টি করে উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি ও গাজী গ্রুপ চট্টগ্রামের শরিফুল ইসলাম। ১ উইকেট কম নিয়ে এবারের টুর্নামেন্টে উইকেট শিকারে শীর্ষ পাঁচে আছেন জেমকন খুলনার শহিদুল ইসলাম। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শীর্ষ পাঁচ বোলার :

বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মুস্তাফিজুর রহমান ১০ ১০ ৩৮.৫ ২৪৩ ২২
মুক্তার আলী ১০ ১০ ৩১.০ ২৮৫ ১৭
কামরুল ইসলাম রাব্বি ৩৩.০ ২৮৬ ১৬
শরিফুল ইসলাম ১০ ১০ ৩৮.০ ৩০৪ ১৬
শহিদুল ইসলাম ২৬.৫ ২০৫ ১৫
Print Friendly, PDF & Email

Related Posts