বৃহত্তর যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাগানে সোমবার ঢাকায় কর্মরত বৃহত্তর যশোরের (যশোর-নড়াইল-ঝিনাইদহ-মাগুরা) সাংবাদিকদের এক সভা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বৃহত্তর যশোরের চার জেলার সাংবাদিকদের নিয়ে ‘বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’ নামে একটি সংগঠন করার সিদ্ধান্ত হয়। সভায় ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
ফোরামের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম বিলু (আজকালের খবর), যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (ইত্তেফাক), মাহমুদ সোহেল (এস এ টেলিভিশন), খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত), নূর আলম শেখ ( সকালের সময়), সদস্য সচিব রিজাউল করিম (একুশে টেলিভিশন), সদস্য সুনীতি কুমার বিশ্বাস, তানভীর আহম্মেদ, জাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম রোহান, তবিবুর রহমান, এস এম উজ্জ্বল হোসেন, সাইফুল ইসলাম ভুট্টো, আল-আমীন, জাভেদ আক্তার, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার সোহাগ , পাপন চৌধুরী, হুমায়ুন কবির তালহা, রেজাউল হক কৌশিক ও মতিন আব্দুল্লাহ।
উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, মোস্তফা ফিরোজ দ্বিপু (বাংলাভিশন), কে এম বেলায়েত হোসেন (ভোরের ডাক), ফরাজি আজমল হোসেন (ইত্তেফাক), মধুসুদন মন্ডল (বাসস), শ্যামল সরকার(ইত্তেফাক), কাজী আব্দুল হান্নান, (ডেইলি অবজারভার), এম বদিউজ্জামান (দৈনিক কালের কণ্ঠ), হারুন জামিল, (নয়াদিগন্ত), তৌহিদুল ইসলাম মিন্টু,(দ্যা রিপোর্টস), আতিয়ার রহমান সবুজ (ইটিভি), মনিরুজ্জামান টিপু ( এসআইবিএল), মুরসালিন নোমানী (বাসস), এস এম রাশিদুল ইসলাম (বাসস), অমিতোষ পাল (সমকাল) সমীর কুমার দে(ইত্তেফাক)।
Print Friendly, PDF & Email

Related Posts