বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভ্যালেন্সিয়া ম্যাচে ছুঁয়েছিলেন। রিয়াল ভ্যালাদোলিদ ম্যাচে ছাড়িয়ে গেলেন। ব্রাজিল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবে সবচেয়ে বেশি গোল এখন লিওনেল মেসির। রেকর্ডের রাতে দারুণ জয়ে স্বরূপে ফিরেছে বার্সেলোনাও।
মঙ্গলবার রাতে রিয়াল ভ্যালাদোলিদের মাঠে মেসির এক গোল ও এক অ্যাসিস্টে ৩-০ ব্যবধানের জয় তুলেছে বার্সেলোনা।
ম্যাচের ৬৫ মিনিটে পেদ্রির বাড়িয়ে দেয়া বলে রেকর্ড গড়া গোলটি আনেন মেসি। বার্সেলোনা ক্যারিয়ারে আর্জেন্টাইন মহাতারকার যেটি ৬৪৪তম গোল। সান্তোসের হয়ে পেলের আছে ৬৪৩ গোল।
ভ্যালাদোলিদের মাঠে সুযোগ নষ্টের মহড়া দিয়ে ম্যাচের ২১ মিনিটে লিড নেয় বার্সা। মেসির বানিয়ে দেয়া বলে মাথা ছুঁইয়ে গোল আনেন ক্লেমেন্ট লেংলে।
ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। মেসির বানানো বল দেস্তের পা ঘুরে মার্টিন ব্র্যাথওয়েটের কাছে গেলে জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি।
মধ্যবিরতির পর ফিরে ৬৫ মিনিটে রেকর্ড গড়া গোল আনেন মেসি। এই অর্ধে পরে আর ব্যবধান বাড়াতে না পারলেও পূর্ণ তিন পয়েন্ট তুলেই বড়দিনের ছুটিতে গেল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের পাঁচে থাকল বার্সেলোনা। শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।