বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভোটাভুটির ভিত্তিতে গড়া আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র তিনিই এলিট দলে জায়গা পেয়েছেন।
টেস্ট ও টি-টুয়েন্টি একাদশে বাংলাদেশের কেউ নেই। সেরা ওয়ানডে একাদশে তিনজন ভারতীয়, দুজন করে সাউথ আফ্রিকান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার আছেন।
বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন দশকের সেরা দলে।
তিন সংস্করণেই দশক সেরা দলে থাকা একমাত্র ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলি।
দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
দশক সেরা টেস্ট দল: অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ড ব্রড, জেমস অ্যান্ডারসন।
দশক সেরা টি-টুয়েন্টি দল: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি, কাইরেন পোলার্ড, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।