করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন

মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বাস্থ্যবিধি মানার জন্য শতভাগ মাস্ক পরিধানে তৎপর হয়ে মাঠে নেমেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ছেঙ্গারচর বাজারের বিভিন্ন গলিতে পুলিশের তৎপরতা দেখা গেছে। রাস্তায় ও মার্কেটে যাদের মাস্ক পরিধান না আছে এমন প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে মাস্ক দিয়েছে পুলিশ।

অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল অভিযানে নেতৃত্বে দেন। এসময় পৌর যুবলীগ নেতা রেফায়েত উল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই ইকবাল হোসেন’সহ পুলিশ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।

পরে এক ব্রিফিংয়ে ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে সরকার আগে থেকেই প্রচারণা করছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিচ্ছেন। সেই লক্ষ্যে আমাদের মতলব উত্তর থানায় যাতে সকল মানুষ স্বাস্থ্যবিধি মানেন এবং শতভাগ মাস্ক পরিধান করেন সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছি। রাস্তায়, মার্কেটে ও বিভিন্ন স্থানে যাদের মাস্ক পরিধান করছেন না তাদেরকে বিনামূল্যে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে।

তিনি বলেন, করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। এ ব্যাপারে আমরা কঠোরভাবে মাঠে কাজ করছি।

Print Friendly, PDF & Email

Related Posts