ইফতেখার শাহীন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশ বাহিনী সরকারি কর্মচারীদের ন্যায় কমান্ডার/ দফাদারদের ১৯ গ্রেড মহল্লার গ্রাম পুলিশদের ২০ গ্রেডে জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বরগুনা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন।
সকাল সাড়ে ১০ টায় বরগুনা সদর থানার সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করেন তারা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও তথ্য প্রযুক্তি সম্পাদক মহিউদ্দিনসহ আরো অনেকে।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা।
এসময় তারা বলেন, দীর্ঘদিন যাবৎ স্বল্প বেতনে চাকরি করে গ্রামের মানুষের সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদেকে যে বেতন দেয়া হচ্ছে এতে ছেলে মেয়েদেরকে নিয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যায়। প্রধানমন্ত্রীর কাছে দাবী আমাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হোক।