মেসিকে ছাড়া খেলে পয়েন্ট হারিয়ে বছর শেষ বার্সার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মেসিকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে এইবারের বিপক্ষে পয়েন্ট হারিয়ে পারফরম্যান্সের চড়াই-উতরাইয়ের বছর শেষ করেছে বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে এইবারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। হার এড়ানো গোলটি এনে দিয়েছেন উসমানে ডেম্বেলে।

ম্যাচের মাত্র অষ্টম মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সা। মার্টিন ব্র্যাথওয়েট সুযোগ হাতছাড়া করেন। অবশ্য ২৫ মিনিটে জাল খুঁজে নিয়েছিলেন তিনি। ব্র্যাথওয়েটের সেই গোল ভিএআর ঘুরে অফসাইডে বাতিল হয়ে যায়।

তাতে গোলশূন্য থেকেই মধ্যবিরতিতে যেতে বাধ্য হয় স্বাগতিকরা। ফিরে ম্যাচের ৫৭ মিনিটে কিকের গোলে লিড নেয় এইবার।

সেটি ফিরিয়ে দিতে দশ মিনিটের অপেক্ষা। ৬৭ মিনিটে ফিরপোর বাড়ানো বলে সমতা এনে দেন ডেম্বেলে। পরে আর জয় তোলা গোলটি আনতে পারেনি বার্সা।

এই ড্রয়ে টেবিলের ছয়ে নেমে গেছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট রোনাল্ড কোম্যানের দলের। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে সমান পয়েন্টে গোল পার্থক্যে দুইয়ে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

Print Friendly, PDF & Email

Related Posts