নবীনগরে সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জ.ই বুলবুল, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.একরামুল সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. ছালাহ উদ্দীন চৌধুরী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, জেলা পরিষদ সদস্য বোরখান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক মো. আরজু,আওয়ামী লীগ নেতা এমএ হালিম, সুজিত কুমার দেব প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ। সহযোগীতায় ছিলেন শিক্ষক নেতা মো.বিল্লাল হোসেন, শিক্ষক মাহাবুব রহমান, শিক্ষিকা নাছিমা আক্তার রিমা ও শিক্ষিকা আফরুজা রত্না।

এসময় বক্তারা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উপজেলার প্রাথমিক শিক্ষায় শক্তিশালী ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি জোর দাবী জানান ও শিক্ষা ক্ষেত্রে সরকারি ভাবে যে কোন সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly

Related Posts