হবিগঞ্জ প্রতিনিধি: মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ সেমিনার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সেমিনারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার।
জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন, সমাজসেবক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল হাবিব জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, পানাহার হোটেলের স্বত্ত্বাধিকারী আব্দুল মুকিত, হপবিস জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ কাশফুলের পরিচালক মো. ইয়াসির খান, আল-সোহাগ হোটেলের পরিচালক মো. বাছির মিয়া, গোপাল মিষ্টান্ন ভান্ডারের রনজিত দে প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, বেঁচে থাকতে হলে নিরাপদ খাদ্য খেতে হবে। হোটেল রেঁস্তোরায় তৈরী খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে। বাসি পচা খাবার বিক্রি করা যাবে না। এখানে জনসচেতনতার বিকল্প নেই। আসুন সবাই মিলে শায়েস্তাগঞ্জকে নিরাপদ খাদ্যের স্থান হিসেবে গড়ে তুলি।
হবি/মামুন