“মুজিব মানে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা আবৃত্তি ও সম্মাননা প্রদান

এম.এ লিটন: বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আয়োজনে মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “মুজিব মানে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো.আব্দুস সামাদ।

সংগঠনের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি বাংকার সরোয়ার মো. শহীদুল্লাহ্, গীতিকবি সেলিনা আক্তার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এইচ এম মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠান আহবায়ক ছিলেন এম.শফিক উদ্দিন। পরে স্ব স্ব পেশায় বিশেষ অবদানের জন্য ১০ গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে এশিয়ান টিভি’ র রিপোর্টার ও ছড়াকার জ.ই বু্লবুলকে সাংবাদিকতায় ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক তুলে দেন সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ।

মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts