বরগুনায় কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ে কর্মশালা

ইফতেখার শাহীন: বরগুনা জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৯ টায় সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস, বরগুনা এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুস সালাম, বরগুনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল প্রমূখ।

এসময় তারা কোভিড-১৯ ও ডেঙ্গুর সংক্রমন প্রতিরোধে করনীয় সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিস্কার করা, অপরিস্কার হাত দিয়ে চোখ নাক ও মুখ স্পর্শ না করা এবং কাশির সিষ্টাচার মেনে চলাসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সংবাদের সম্পাদক জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক এনটিভির জেলা প্রতিনিধি অ্যাড. সোহেল হাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক খাঁন সালামত উল্লাহ।

Print Friendly, PDF & Email

Related Posts