বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জে র‌্যালি

হবিগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটকোর ময়নামতি রেজিমেন্ট এর ব্যবস্থাপনায় হবিগঞ্জে গণসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বৃন্দাবন সরকারি কলেজ থেকে র‌্যালিটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।

হবিগঞ্জ সদর লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভেকেট মোঃ আবু জাহির, কুমিল্লা বিভাগের ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সালাহউদ্দিন আল মুরাদ, মেজর শিব্বির আহমেদ ও মো. মেজর গোলাম সরোয়ার, হবিগঞ্জ মহিলা কলেজের অধ্যাক্ষ ক্যাপ্টেন মোঃ নজমুল হক, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর আমির উদ্দিন, সহকারী অধ্যাপক তোফাজ্জল আলী, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি’র টিচার আন্ডার অফিসার কায়সার আহমেদ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি’র টিচার আন্ডার অফিসার মিতা রানী পাল, হবিগঞ্জ প্রেসকাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ র‌্যালিতে অংশ নেন।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ মহিলা সরকারী কলেজ, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এবং শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্যাডেটকোরের সদস্যরা স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ গ্রহণ করে। তারা মানুষের মাঝে মাস্ক, ডেঙ্গু ও করোনায় করণীয় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।

হবি/মামুন

Print Friendly

Related Posts