বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বোলারদের দাপুটে সাফল্যের আলো পড়েছে টাইগার দলের পারফরম্যান্সে। দারুণ সব পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে গেলেন মিরাজ-মোস্তাফিজ-সাকিবরা।
অফস্পিনার মিরাজ র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের চার নম্বরে উঠে এসেছেন। নামের পাশে ৬৯৪ রেটিং পয়েন্ট। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা মিরাজ তিন ম্যাচে তুলেছেন উইন্ডিজের ৭ উইকেট।
মিরাজের থেকে মাত্র ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। দুইয়ে আফগান স্পিনার মুজিব-উর রহমান ৭০৮ পয়েন্ট নিয়ে। শীর্ষে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের নামের পাশে ৭২২ রেটিং পয়েন্ট।
ওয়ানডে বোলারদের সেরা দশে ঢুকেছেন আরেক টাইগার। পেসার মোস্তাফিজুর রহমান উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের সেরা আটে। বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। উইন্ডিজ সিরিজে কিপটে বোলিংয়ের পাশাপাশি ৬ উইকেট নিয়ে ১৯তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে আটে এসেছেন তিনি।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাঁহাতি সাকিব আল হাসান স্পিন ভেল্কি দেখিয়ে ১৬ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের ১৩তম স্থানে উঠে এসেছেন। সিরিজজুড়ে রান পাওয়া সাকিব ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আছেন ২৪তে। অলরাউন্ডারদের শীর্ষেই ছিলেন সাকিব, পয়েন্ট বাড়িয়ে এখন ৪২০ রেটিং তার। দুইয়ের মোহাম্মদ নবির চেয়ে যা ১২৬ পয়েন্ট বেশি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম আছেন ১৫তম স্থানে। অধিনায়ক তামিম ইকবালও ছিলেন ধারাবাহিক, একধাপ উন্নতি হয়ে ২২এ আছেন তিনি, মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন টেবিলের ৪৯তম স্থানে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অফস্পিনার মিরাজ জানালেন, ভাবনার গণ্ডিকে হার মানিয়েছে আইসিসির সদ্য ঘোষিত র্যাঙ্কিং। ‘খুব ভালো লাগছে। আসলে চিন্তাও করতে পারিনি টপ ফাইভের ভেতরে থাকব। যখন শুনতে পেয়েছি, ভালোই লাগছে। যখন টেস্ট ক্রিকেট শুরু করেছি, তখন চিন্তা করেছি শুধু লাল বলেই খেলব না সাদা বলেও খেলব। ওইভাবে নিজেকে মানসিকভাবে তৈরি করেছি।