বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রাজ্জাক। খেলা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার আগেই দায়িত্ব পেলেন এ বাঁহাতি স্পিনার। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির অনলাইন সভায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হলেন রাজ্জাক।
জাতীয় দলের বাইরে থাকা রাজ্জাক ঘরোয়া ক্রিকেটে খেলেছেন গত বছরও। সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টটি খেলেন বাঁহাতি স্পিনার।
বিসিবির নবম সভায় পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের জন্য আন্তর্জাতিক মানের কোম্পানিকে দায়িত্ব দেয়ার গাইডলাইন অনুমোদন করা হয়েছে। ঢাকার মধ্যে ক্রিকেট মাঠ কেনার নীতিগত সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।
ফেব্রুয়ারির মধ্যে স্থানীয় সকল ক্রিকেটারকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে সভায়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাকসিন প্রয়োগের পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর সবরকম চেষ্টা করবে বিসিবি।