সৃষ্টি হিউম্যান রাইটস’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জ.ই বুলবুলঃ রাজধানীর মিরপুরে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে ‘আলোর মিছিল স্কুল’র দুঃস্থ ও ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের কাফরুলের সেনপাড়াস্থ আলোর মিছিল স্কুলের দুঃস্থ ও ছিন্নমূল শিক্ষার্থীসহ প্রায় ৩ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সংস্থার যুক্তরাজ্য শাখা কমিটি অর্থায়নে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় তাদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না, যুক্তরাজ্য কমিটির সভাপতি আশিকুল ইসলাম আশিক, কেন্দ্রীয় কমিটির মিলানকলি রোজ, গোলামমাওলা, জোসনা বেগম, প্লাবন্তি জামান ইতি, মোঃ আরিফিন, মুহাম্মদ সুমন, সালমা আক্তার, বিল্লাল হোসেন, জাহান আরা বেগম, রতন মিয়াসহ কেরানীগঞ্জ মডেল থানা শাখার সহ- সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন প্রমুখ।

এসময় সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না বলেন প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ছিন্নমূল, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের জন্য আমাদের সংস্থা ‘আলোর মিছিল স্কুল’ প্রতিষ্ঠা করেছে। যা বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে করোনা মহামারি সময় কয়েক দফায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ত্রাণ উপহার দেওয়া হয়েছে। সংস্থারটির চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করার পরও দেশের বিভিন্ন অঞ্চলে ছিন্নমূল ও দুঃস্থদের মাঝে জেলা কমিটি গুলোর মাধ্যমে নিয়মিত ত্রাণ উপহার ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email

Related Posts