দ্য ইকোনমিক টাইমস-এর ‘বেস্ট ব্র্যান্ড’-এর স্বীকৃতি পেল ‘ফ্রেশ’

ভারতের বিখ্যাত দৈনিক দ্য ইকোনমিক টাইমস আয়োজিত ‘দ্য ইকোনমিক টাইমস বেস্ট ব্র্যান্ড ২০২১- বাংলাদেশ এডিশন’-এ বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ‘ফ্রেশ’।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এক অনলাইন ইভেন্টে এই স্বীকৃতি দেয়া হয়।

এমজিআই সর্বদা তাদের মূলমন্ত্র ‘ছাড়িয়ে যাই’-এ বিশ্বাসী। এমজিআই ইতিমধ্যেই তাদের কনজ্যুমার ব্র্যান্ড ‘ফ্রেশ’ এর মাধ্যমে বাংলাদেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। যার ফলশ্রুতিতে প্রতিদিন বাংলাদেশের প্রতি ২টি পরিবারের ১টি ‘ফ্রেশ’-এর পণ্য ব্যবহার করছে।

দ্য ইকোনমিক টাইমস-এর এই স্বীকৃতি সম্পর্কে এমজিআই-এর ডিরেক্টর তাহমিনা মোস্তফা বলেন, “ফ্রেশ-এর উপর আস্থা রাখার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ। ফ্রেশ-কে মানুষের কাছে আরও প্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সামনেও কাজ করে যাবো”।

Print Friendly

Related Posts