সাকা-মুজাহিদের মুক্তি চায়নি অ্যামনেস্টি

মেট্রো নিউজ : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের জন্য সংস্থার পক্ষ থেকে কোনো মুক্তি চাওয়া হয়নি।

সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে এবিষয়ে দেয়া এক বিবৃতিকে কেন্দ্র করে দেশে-বিদেশে সমালোচনার প্রেক্ষাপটে তাদের লন্ডনস্থ সদর দফতরে স্থানীয় সময় শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা পরিচালক ডেভিট গ্রিফিথ, বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফায়জ, ডেথ পেনাল্টি বিশেষজ্ঞ চিয়ারা সর্গীয়, এশিয়া-পাসিফিক কর্মসূচি কর্মকর্তা অরা ফ্রিম্যান প্রমুখ।
গবেষক আববাস ফায়জ বলেন, ‘গত মাসের ২৭ তারিখে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে তাতে আসামিদের কোনো মুক্তি দাবি করা হয়নি। এই বিবৃতির ভুল উপস্থাপনা করা হয়েছে। আমরা বরাবরই ন্যায় বিচার দাবি করে আসছি। একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা হিসেবে এটা ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।’
Print Friendly, PDF & Email

Related Posts