পানিবন্দি ৫ গ্রামের মানুষের দুর্ভোগ, মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পানিবন্দি ৫ গ্রামের মানুষের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ভাঙারপাড়ে দেউন্দি-শায়েস্তাগঞ্জ সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে গোড়ামী, শানখলা, মির্জাপুর, আব্দুল্লাহপুর ও মজলিসপুর গ্রামের শত শত লোক অংশগ্রহণ করে জানান, গত কয়েক বছর যাবৎ বর্ষায় বৃষ্টির পানি বেড়ে জমির ফসল তলিয়ে যায়। রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দি থাকায় দুর্ভোগ দেখা দিচ্ছে। দুর্ভোগ লাঘবে দ্রুত ভরাট হওয়া খাল পুনঃখনন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন সাদেক তালুকদার, সায়েম তালুকদার, আলী আহমদ, কামাল মিয়া, নসা মিয়া, জলফু মিয়া, ইমরান তরফদার, আলী হোসেন, আবু মিয়া, ইদ্রিস মিয়া, ইউনুছ আলী প্রমুখ।

মামুন চৌধুরী/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts