দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ সিমেন্ট, বিগত প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের আস্থা ও ভালোবাসার একটি নাম হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।
সম্প্রতি ব্র্যান্ড-টি বাংলাদেশে এই প্রথম অধিক ক্লিংকার সমৃদ্ধ ‘ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট’ বাজারে এনেছে, যা দেয় ১৫% পর্যন্ত বেশি শক্তির নিশ্চয়তা।
ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট-এর এই মহাশক্তিশালী নবযাত্রায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শামিল হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান।
গত ৭ অক্টোবর আইসিসি বিশ্বকাপ ক্রিকেট-এ আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দিনই সাকিব আল হাসান-কে নিয়ে সম্পূর্ণ নতুন একটি টিভি বিজ্ঞাপন প্রকাশ করেছে ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট।
প্রতিনিয়ত সমালোচনার বাউন্সার, অবজ্ঞার ইয়র্কার ও স্লগ ওভারের পাহাড়সম চাপ-এর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান-এর মতোই, ভেতর থেকে মহাশক্তিশালী স্থাপনার জন্যই চাই ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট। বেশি ক্লিংকার থাকায় ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট-এর বন্ধন হয় ভেতর থেকে মজবুত। তাই শত বাধা পেরিয়ে নির্মাণ সগৌরবে দাঁড়িয়ে থাকে যুগের পর যুগ। ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্ট তাই শুধু শক্তিশালী নয়, বরং মহাশক্তিশালী।