আজ বৃহস্পতিবার ভোলার বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ তাবলিগ অন্তপ্রাণ আলহাজ মো. জালাল আহাম্মদ এর ৯ম মৃত্যুবার্ষিকী ।
তিনি ২০১৪ সালের ৯ মে শুক্রবার দিবাগত রাত ১২টায় ভোলার বাপ্তা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
ব্যক্তিগত জীবনে তিনি পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তৃতীয় সন্তান খাইরুল হাসান আবদুল্লাহ গত ২০ সেপ্টেম্বর ২০১৯ ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, জাতীয় সাংবাদিক সোসাইটির অতিরিক্ত মহাসচিব ও ভোলা জার্নালিস্ট ফোরাম- ঢাকার উপদেষ্টা সদস্য সাংবাদিক শাহ মতিন টিপু তার জ্যেষ্ঠ পুত্র। তিনি তার পিতা ও ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করেন।