ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন প্রধানমন্ত্রীর

কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের হামলার শিকার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শনের পর আজ সকালে রামপুরায় বিটিভি ভবনে যান সরকারপ্রধান।

শুক্রবার (২৬ জুলাই) সকালে বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে কার্যালয়টি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির ক্ষয়ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিটিভির মহাপরিচালক জাহাঙ্গীর আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। ওই সময় একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ের ক্ষতির বিষয়টি দেখানো হয়।

গত ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts