জ ই বুলবুল : ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সমসাময়িক বিষয় নিয়ে গত বুধবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়া, বিএনপি নেত্রী নায়লা ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জহিরুল হক জুরু , পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, দেলোয়ার হোসেন সোহেল, শাহিন, সোহেল, মামুন ও ছাত্রদল নেতা উদয়সহ আরো অনেকে।
স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি নেতা এডভোকেট এম এ মান্নান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশ গঠন করতে গিয়ে যারা আত্মাহতি দিয়েছেন তাদের আত্মার শান্তির কামনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের পরিবারের পূর্ণবাসন করেন সেই দাবি জানান। শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির নবীনগরে অবকাঠামো উন্নয়ন হয়নি। ছাত্র জনতার আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি যুক্তিক সময় নিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হলে বিএনপি যদি আমাকে মূল্যায়ন করেন এই আসনে জনগনের ভোটে প্রতিনিধি হতে পারি তাহলে নবীনগর কে সুন্দর নবীনগর হিসেবে গড়ে তুলবো।