শ্রীমঙ্গলে হচ্ছে দুর্গাদেবীর ৯টি রূপের নবদুর্গাপূজা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে নবদুর্গাপূজা। দেশে একমাত্র আগাম পূজা জেলার শ্রীমঙ্গলেই হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা-বাগানে মঙ্গলচন্ডি মন্দিরে প্রতিবছর দুর্গাপূজার ৬ দিন আগ থেকেই এ পূজা শুরু হয়। ওই মন্দিরে দুর্গাদেবীর একটি করে ৯টি রূপের পূজা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
রোববার (৬ অক্টোবর) চতুর্থ দিনে দেবীর কুম্মান্ডা রূপের পূজা চলবে।

হিন্দু পুরাণ অনুসারে দেবীর ৯টি রূপ হলো শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুম্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। এই ৯ রূপে পূজিত হবেন দেবী। ১২ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্ত হবে আগাম দুর্গাপূজা।

সারাদেশে যখন প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়নি। এ সময় ইছামতি চা-বাগানের ওই পূজামণ্ডপে ঢাক, কাসা, শঙ্খে ও উলুধ্বনিতে মুখরিত হচ্ছে। শনিবার রাতে গিয়ে দেখা যায়, আগাম নব দুর্গাপূজা দেখতে এসেছেন শত শত ভক্তবৃন্দ। দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন তারা।

পূজা দেখতে আসা পার্বতী দেব বলেন, আগাম দুর্গাপূজা শুরু হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে দেখতে আসলাম। অনেক ভালো লাগলো। পূজার আগে এখানে দেবীদর্শন হয়েছে, এতে নিজেকে সৌভাগ্যবান মনে করি।

পূজায় আসা আরেক ভক্ত সুমন ভৌমিক বলেন, আগাম দুর্গাপূজা অন্যরকম উৎসব আমেজ সৃষ্টি করেছে। দেখতে এসে নিজে ধন্য হয়েছি। দেবীর চরণে অঞ্জলি দিয়ে মঙ্গলের প্রার্থণা করেছি।

মঙ্গলচন্ডি সেবাশ্রমের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দাশ বলেন, আমরা ১৪ বছর ধরে এখানে নবদুর্গাপূজার আয়োজন করে আসছি। বাংলাদেশে একমাত্র নবদুর্গাপূজা এই মন্দিরেই হয়ে থাকে। এখানে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা আশা করি কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুস্থভাবে পূজা উদযাপন করতে পারবো।

Print Friendly, PDF & Email

Related Posts