ইফতেখার শাহীন, বরগুনা : রক্তাক্ত ২৮ অক্টোবর- ২০০৬ স্মরণে বরগুনা পৌর ও সদর জামায়াতে ইসলামীর আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে পৌর বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর, বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ মহিব্বুল্লাহ্ হারুন।
সদর উপজেলা আমির মাওলানা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারী এস.এফ আফজালুর রহমান, সহ সেক্রেটারী আসাদুজ্জামান আল মামুন, সদর উপজেলা নায়েবে আমির মাওঃ আঃ লতিফ, পৌর আমির মাওলানা আঃ জলিল, সদর উপজেলা সেক্রেটারী মাহমুদ হাসান, পৌর সুরা সদস্য অধ্যাপক আঃ রব, ছাত্র শিবির জেলা সভাপতি মোঃ সুমন আবদুল্লাহসহ আরো অনেকে।
বক্তারা আওয়ামী ফেসিস্টদের লগি বৈঠার আঘাতে শাহাদাৎ বরনকারীদের জান্নাত কামনা করে হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। বক্তারা আগামী দিনের শান্তিময় ইসলামী বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে জামায়াতে ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।