বিদেশী মদ, ইয়াবা ও গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে মোঃ শিপন মিয়া নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শিপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আশ্রফপুর গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে।

এ সময় উদ্ধার করে জব্দ করা হয় ৭১ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি অফিসার চয়েজ বিদেশী মদের বোতল ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর, এসআই মোঃ কাউছার হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে শিপন মিয়াকে উপজেলার অলিপুরের আহাদ মিয়ার মার্কেটের ২য় তলার এসএম ট্রান্সপোর্ট অফিসের কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এমএমসি/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts