বইকে শো-পিস হিসেবে ব্যবহার নয় : মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘‘বই মানুষের মনের আয়না এবং জাতিরও আয়না। প্রযুক্তির যুগে বইকে শো-পিস হিসেবে ব্যবহার করার বদলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’’

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে শুরু হওয়া ৯ দিনব্যাপী জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘দেশকে বদলানোর কাজ শুরু হয়েছে, যার ফলে জনগণের চাহিদাও বদলেছে। ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, তাদের এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে।’’

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘‘দক্ষতা অর্জন ছাড়া কেউ সামনের দিকে এগোতে পারে না। বই পড়ার মাধ্যমে যুবসমাজকে জ্ঞানের পরিধি সমৃদ্ধ করে দক্ষতা অর্জন করতে হবে।’’

অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, এবং জামায়াতের জেলা আমীর নুর মোহাম্মদ আনোয়ারী বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলায় স্থাপিত স্টলগুলো পরিদর্শন করেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাসহ স্থানীয় প্রকাশনীর প্রায় ৭০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

বইমেলায় বই পরিচিতি, মোড়ক উন্মোচন, বইপ্রেমীদের আড্ডা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কর্নারসহ নানা আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী এ বইমেলা শেষ হবে ১৮ জানুয়ারি।

Print Friendly, PDF & Email

Related Posts