বিডিমেট্রোনিউজ, মাগুরা॥ মাগুরা শহরের নতুন বাজার কালী মন্দিরে পুরোহিতের খোঁজে চার যুবকের আগমনে জনমনে আতংক দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যার পর এ ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে। জনমনে চরম আতংক বিরাজ করছে।
ওই মন্দিরের অদূরে পুরোহিত পরেশ মজুমদারের নিজনান্দুয়ালি গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ সাংবাদিকদের জানান, পায়জামা-পাঞ্জাবি পরা ছোট দাড়ি মুখের এক যুবক হাতে ছোট ব্যাগ নিয়ে সোমবার সন্ধ্যার পর কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে ঢুকে।
পরে সেখানে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের কাছে পুরাহিতের খোঁজ করে। ওই যুবক পুরোহিতের কাছ থেকে বিভিন্ন তদবিরের জন্য তাবিজ নেবে বলে উপস্থিত লোকদের জানায়।
পুরাহিত কোনো তাবিজ দেন না বলে সমর কুমার নামের এক ভক্ত ওই যুবককে জানালে সে মন্ত্রপূত করা ফুল নেয়ার আগ্রহ প্রকাশ করে। উপস্থিত ভক্তরা জানায়, পুরোহিত রাতে আর আসবেন না।
এ কথা শুনে সন্দেহভাজন যুবক মন্দিরের বারান্দার বড় একটি পিলারের আড়ালে গিয়ে মোবাইলফোনে কথা বলতে থাকেন।
এ সময় তার হাতে থাকা ছোট ব্যাগটি মন্দিরের প্রধান ফটকের পাশে দাঁড়ানো তিন সঙ্গীয় যুবকের কাছে দিয়ে আবারও মন্দির প্রাঙ্গনে ফিরে আসে এবং পুরোহিতের আগমনের সময় জেনে চলে যায়।
রাত ১০ টার দিকে এ ঘটনার জানাজানি হয়। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তকর্তারা মন্দির এলাকায় ছুটে যান। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে দেখতে পান যে এক রিকশাযোগে চার যুবক মন্দিরের সামনের রাস্তায় এসে নামে। তাদের মধ্যে পায়জামা-পাঞ্জাবি পরা ও দাড়ি রাখা যুবক ছোট ব্যাগ হাতে মন্দির প্রঙ্গনে ঢুকে।
ওই ব্যাগে ছোট চাপাতি অথবা আগ্নেয়াস্ত্র ছিল বলে সন্দেহ করা হচ্ছে। মন্দিরের পুরোহিতের ওপর হামলার উদ্দেশে যুবকরা এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
সিসি ক্যামেরার যুবকদের খোঁজে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান।
https://www.youtube.com/watch?v=ozMJ5hI1YoE