মাত্র ১২ মিনিটে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার গল্প!

বিডিমেট্রোনিউজ ডেস্ক মাত্র ১২ মিনিটে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার গল্প! যে ভালোবাসায় লুকিয়ে রয়েছে অপেক্ষা। যে ভালোবাসায় লুকিয়ে রয়েছে যন্ত্রণা। যে ভালোবাসা……কাছে এসেও চিনতে পারে না তাঁর সেই মানুষটিকে।

একটা ফুটফুটে ছোট্ট মেয়ে। রোজ সে পার্কে খেলতে যায়। কিন্তু তার সঙ্গে কেউ খেলে না। কারণ তার মুখের একদিকে কেমন যেন দাগ। তাই তাকে কেউ খেলায় নেয় না। আপনমনে একাই একাই খেলে চলে সে।

এরমধ্যেই একদিন একটি ছেলে যেচে ওই ছোট্ট মেয়েটির সঙ্গে আলাপ করতে চায়। একটা সফট-টয় উপহারও দিতে চায় সে। কিন্তু ওই যে….. মুখে দাগ বলে নিজেকে গুটিয়ে রাখা। এরপর থেকেই অন্য মোড় নেয় গল্পটা।

বাকি গল্পটা দেখুন ভিডিওতে…. মন ভরে উঠবে।

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts