তারানাকে ফেইসবুকের সাড়া

বিডি মেট্রোনিউজ ।।  সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ই-মেইলে চিঠি পাঠানোর পর মঙ্গলবার ফেইসবুক এ বিষয়ে ফিরতি ই-মেইল পাঠিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার প্রতিমন্ত্রী বলেন, “ফেইসবুক কর্তৃপক্ষও আলোচনায় আগ্রহী। এজন্য তারা আগামী ৬ অথবা ৭ ডিসেম্বর আলোচনায় বসতে আগ্রহী। এশিয়া পেসিফিক অঞ্চলের ফেইসবুক কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে এসে আলোচনায় বসবেন বলে জানিয়েছে।”

এই আলোচনায় ফেইসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হবে বলেও জানান তারানা হালিম।

এর আগে চিঠির বিষয়ে তারানা হালিম বলেছিলেন, অনেক কিছুই মানহানিকর মনে করে না ফেইসবুক কর্তৃপক্ষ; কোনো বিষয়ে তাদের অভিযোগ জানালে মামলা করে আসতে বলা হয়।

ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এসব বিষয় তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts