জেল হত্যা, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

এজলাসে রায় ঘোষণার আড়াই বছর পর মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৩৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করে।

২০১৩ সালের ৩০ এপ্রিল এই রায়টি দেন সুপ্রিম কোর্টের ততকালীন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

বেঞ্চের অন্য বিচারকরা হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।

রাষ্ট্র পক্ষের আপিল মঞ্জুর এবং নিম্ন আদালতের রায় বহাল, সেদিন এজলাসে বসে এক কথায় রায় ঘোষণা করেছিল আদালত।

১৯৭৫ সালে কারাগারে চার নেতা হত্যামামলায় হাই কোর্টের রায়ে বাদ পড়লেও দফাদার মারফত আলী শাহ ও এল ডি দফাদার আবুল হাসেম মৃধার মৃত্যুদণ্ড বহাল রেখে এই রায় দেয় আপিল বিভাগ।

পূর্ণাঙ্গ রায়ের মূল অংশ লেখেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। ততকালীন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনসহ চার বিচারক তার সঙ্গে একমত পোষণ করেন।

দুই আসামিকে খালাস দেওয়ার রায়ে হাই কোর্টের ভুল, চার নেতাকে হত্যায় আসামিদের ষড়যন্ত্রের বিষয়ে একমত হলেও ‘অপারেটিং’ অংশে নিজের আলাদা মত তুলে ধরে রায়ে সংযুক্তি দেন বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহা।

আড়াই বছর আগে রায়ের পর আসামি পক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেছিলেন, এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন (রিভিউ) করবেন তারা।

Print Friendly, PDF & Email

Related Posts