প্রধান তিন দলে মনোনয়ন পেলেন যারা

election logo

বিডি মেট্রোনিউজ  ।। এবারই প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকে পৌরসভার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল তাদের মেয়রপ্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছেন। দলীয়ভাবে মনোনীতদের প্রত্যয়নপত্রও দেয়া শুরু করেছে তারা। বুধবার আওয়ামী লীগ ২৩৫টি পৌরসভার মেয়র প্রার্থীর প্রত্যয়নপত্র দিয়েছে।

বিএনপি সবকটি মনোনয়ন চূড়ান্ত করলেও বুধবার পর্যন্ত দুই শতাধিক প্রত্যয়নপত্র বিতরণ করেছে। আর জাতীয় পার্টি দেড় শতাধিক মেয়র প্রার্থীকে দলীয় প্রত্যয়নপত্র দিয়েছে।  বুধবার পর্যন্ত প্রধান তিন দলে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হলো।

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

২৩৪টি পৌরসভায় মেয়র প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের পার্লামেন্টারি ও মনোনয়ন বোর্ডের যৌথসভায় ওই তালিকা চূড়ান্ত করা হয়।  মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে ধানমন্ডি ৩ নম্বরে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সমন্বয়ে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন ফরম বিতরণ করেন।

শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন ফরম পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামউদ্দিন চৌধুরী, রাউজানে দেবাশীষ পালিত, পটিয়ায় হারুন অর রশিদ, সদ্বীপে জাফরুল্লাহ, বাঁশখালীতে সেলিমুল হক, ফেনী সদরে হাজি আলাউদ্দিন, কুমিল্লার বরুড়াতে বাহারুজ্জামান, ঢাকা বিভাগের সাভারে হাজি আবদুল গনি, ধামরাইয়ে আলহাজ গোলাম কবীর, মুন্সীগঞ্জ সদরে হাজি ফয়সাল আহমেদ বিপ্লব, মীরকাদিমে শহীদুল ইসলাম শাহিন, মাদারীপুর সদরে খালিদ হাসান ইয়াদ।

টাঙ্গাইল সদরে জামিলুর রহমান মিরন, কালিহাতীতে আনসার আলী, নেত্রকোনা সদরে নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে এডভোকেট লতিফুর রহমান রতন, মদনে আবদুল হান্নান, কেন্দুয়ায় আসাদুল হক ভূঁইয়া, দুর্গাপুরে আবদুস সালাম, মেহেরপুরের গাংনী পৌরসভায় আহমেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুরে হারিস, বেতাগীতে গোলাম কবির, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, গৌরনদীতে হারিছুর রহমান ও রূপগঞ্জ পৌরসভায় হাসিনা গাজী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

সিলেট বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন- সুনামগঞ্জ সদর পৌরসভায় আইয়ুব ইসলাম জগলুল, জগন্নাথপুরে আবদুল মান্নান, ছাতকে আবুল কালাম চৌধুরী, দিরাইতে মোশাররফ মিয়া, মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, কুলাউড়ায় শাহ আলম ইউনুস, বড়লেখায় আবু ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জে জুয়েল আহমেদ, হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম, নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম, চুনারুঘাটে সাইফুল ইসলাম, মাধবপুরে হীরেন্দ্র নাথ সাহা, শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া, জকিগঞ্জে হাজি মো. খলিল উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জে সৈয়দ মেজবাহ উদ্দিন।

রংপুর বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন- পঞ্চগড় সদরে জাকিয়া আক্তার, ঠাকুরগাঁও সদরে তাহমিনা মোল্লা, পীরগঞ্জে তরিকুল মিয়া, রাণীশংকৈলে আলমগীর হোসেন, বীরগঞ্জে মোশাররফ হোসেন বাবলু, বিরামপুরে আক্কাছ আলী, হাকিমপুরে জামিল হোসেন চলন্ত, সৈয়দপুরে সাখাওয়াত হোসেন খোকন, জলঢাকায় আবদুল ওয়াহেদ বাহাদুর, গাইবান্ধা সদরে শাহ মাসুদ, গোবিন্দগঞ্জে আতাউর রহমান, সুন্দরগঞ্জে আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রামে আবদুল জলিল, নাগেশ্বরীতে মোহাম্মদ হোসেন ফাকু, উলিপুরে আব্দুল হামিদ, লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম মন্টু, পাটগ্রামে শমসের আলী, নীলফামারী সদরে আকতার হোসেন খোকন।

এছাড়া কুমিল্লার দাউদকান্দিতে নাইম ইউসুফ, চাঁদপুরের কচুয়ায় নাজমুল হাসান স্বপন, ফরিদগঞ্জে জিল্লুর রহমান, চৌদ্দগ্রামে মিজানুর রহমান, হোমনায় নজরুল ইসলাম, হাজীগঞ্জে মাহবুবুল আলম লিপন, সীতাকুণ্ডে নায়েক (অব.) শফিউর রহমান, রাঙ্গুনিয়ায় শাহজাহান শিকদার, সাতকানিয়ায় জুবায়ের আহমেদ, বগুড়া সদরে রেজাউল করিম মন্টু, শিবগঞ্জে মানিক, সিরাজগঞ্জ সদরে মুক্তা সিরাজী, নন্দীগ্রামে রফিকুল ইসলাম পিন্টু, ভাংগুড়ায় গোলাম আহসান রাসেল, শরীয়তপুরে রফিকুল ইসলাম কোতোয়াল, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল হাসান, ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদুজ্জামান, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সরকার, সুজানগরে আবদুল ওহাব, রাজশাহীর চারঘাটে নার্গিস খাতুন, তানোরে ইমরুল হক চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

মেয়র পদে প্রার্থী সংকটে থাকা এ এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবার মনোনয়ন দিল দেড় শতাধিক পৌরসভায়। এ বিষয়ে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু জানান, গত রোববার বনানীস্থ পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সম্ভাব্য মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার পর্বের প্রথম দিনে এ তালিকা চূড়ান্ত করা হয়। তিনি জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতার আগ্রহ প্রকাশ করে প্রায় সাড়ে ৪০০ নেতা আবেদন করেন। এদের মধ্যে প্রথম দিনে সাক্ষাৎকার গ্রহণ শেষে ১৫০ জন মেয়রপ্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন পাওয়া দেড় শতাধিক প্রার্থীর মধ্যে রয়েছেন- ঢাকার সাভারে আজিজুর রহমান, টাঙ্গাইল সদরে মোজাম্মেল হক, টাঙ্গাইলের সখীপুরে আয়নাল হক, ময়মনসিংহের নান্দাইলে শফিউজ্জামান, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জামিল হোসেন, কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. আলাউদ্দিন, নেত্রকোনার মদনে ফিরোজ খান, জামালপুরে খোরশেদ আলম ইসলামপুর, জামালপুর সদরে হাফিজুর রহমান, জামালপুরের সরিষাবাড়ীতে এনামুল হক, রাজবাড়ী সদরে শুকুর চৌধুরী, রাজবাড়ীর পাংশায় তাজিবুর রহমান, রাজবাড়ীর গোয়ালন্দে হেলাল আহমেদ, নরসিংদীর মনোহরদীতে নজরুল ইসলাম।

মাদারীপুর সদরে সিরাজুল হক, মেহেরপুরের গাংনীতে মোর্তজা আহমেদ, সিলেটের জকিগঞ্জে আবদুল মালেক, কানাইঘাটে বাবুল আহমেদ, মৌলভীবাজারের কুলাউড়ায় মহিবুর রহমান, মৌলভীবাজারের বড়লেখায় মজিবুর রহমান, মৌলভীবাজারের কমলগঞ্জে রফিকুল আলম, হবিগঞ্জের নবীগঞ্জে মো. মাহমুদ চৌধুরী, হবিগঞ্জ সদরে আবু নাইম, সিলেটের চুনারুঘাটে আসিফ ইকবাল, বান্দরবানে মিজানুর রহমান, গাইবান্ধার সুন্দরগঞ্জে মশিউর রহমান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. গোলাম হোসেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে আবদুর রহমান, নীলফামারীর জলডাঙ্গায় কাদের চৌধুরী, নীলফামারীর সৈয়দপুরে জয়নাল আবেদীন, দিনাজপুরের বীরগঞ্জে দেলোয়ার হোসেন, দিনাজপুর সদরে মোতালেব হোসেন, দিনাজপুরের হাকিমপুরে সুরুজ আলী, রংপুরের বদরগঞ্জে লতিফুর রহমান, রাজশাহীর গোদাগাড়ীতে গোলাম হোসেন, রাজশাহীর পুটিয়ায় এনামুল হক, রাজশাহীর দুর্গাপুরে আজহার আলী, নওগাঁ সদরে ইফতেখারুল ইসলাম, নওগাঁর নজিরপুরে আজগর আলী, সিরাজগঞ্জ সদরে ফারুক আহমেদ, গাইবান্দার গোবিন্দগঞ্জে আকতার হোসেন, নাটোর সদরে আবদুল মান্নান, পাবনার সুজানগরে আলহাজ মমতাজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে শাহনাজ আলী, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মো. তৌফিকুল ইসলাম, দিনাজপুরের ঘোড়াঘাটে রাজু আহমেদ, কুড়িগ্রামের উলিপুরে শফিকুল ইসলাম, চট্টগ্রামের পটিয়ায় শামসুল আলম মাস্টার, চাঁদপুরের ফরিদগঞ্জে শফিকুল ইসলাম, সাতক্ষীরা সদরে আজহার হোসেন, পটুয়াখালীর কলাপাড়ায় হুমায়ুন কবির

পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হাওলাদার, নোয়াখালীর চাটখিলে ফজলুল করিম, কুমিল্লার বরুড়ায় এম এ ওয়াদুদ মিয়াজি, কুমিল্লার লাকসামে মোখলেসুর রহমান, কুমিল্লার দাউদকান্দিতে ওয়াহিদুল ইসলাম, বরগুনা সদরে আবুল কালাম আজাদ, লক্ষীপুরের রামগঞ্জে মো. মহসিন এবং সাতক্ষীরার কলারোয়া মনসুর আলী কলারোয়া

বিএনপির মনোনয়ন পেলেন যারা

পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টা থেকে দ্বিতীয় দফায় মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) প্রাপ্ত তালিকা দেয়া হলো।

ঢাকা বিভাগ : নাজমুল হাসান অভি (ধামরাই), রেফায়েত উল্লাহ (সাভার), এডভোকেট খোরশেদ আলম (সিংগাইর), মজিবুর রহমান (কালিয়াকৈর), আবদুল কুদ্দুস (রায়পুরা), হাজি ইস্রাফিল (কিশোরগঞ্জ সদর), হাজি মোহাম্মদ শাহীন (ভৈরব), এডভোকেট জালাল আহমেদ (পাকুন্দিয়া), এহসান কুপিয়া (বাজিতপুর), তোফাজ্জল হোসেন খান দিলীপ (কটিয়াদী), হাজি মো. শাফী মিয়া (কুলিয়ারচর), মাহাবুব হোসেন মুন্সি (কালকিনি), এ কে এম নাসির উদ্দিন কালু (শরীয়তপুর সদর), ইকবাল শিকদার, (জাজিরা), আলী আকবর (ডামুড্ডা), আবুল হোসেন ঢালী (ভেদরগঞ্জ) শাজাহান বেপারী (নড়িয়া, শরীয়তপুর)।

ময়মনসিংহ বিভাগ : মনিরুজ্জামান দুদু (নেত্রকোনা সদর), শফিকুল ইসলাম (মোহনগঞ্জ), শকিফুল ইসলাম (কেন্দুয়া), জামালউদ্দিন (দুর্গাপুর), ফজলুল করিম তালুকদার শাহীন (শেরপুর সদর), চান মাহমুদ (ফুলবাড়ী)।

রাজশাহী বিভাগ : আলাউদ্দিন আলো (কেশরহাট), মাসুদ রানা (কাটাখালী), জাকিরুল ইসলাম (চারঘাট), নাজমুল হক সানি (নওগাঁ সদর), শামসুল হক (জয়পুরহাট সদর), আলমগীর চৌধুরী বাদশাহ (আক্কেলপুর), এমদাদুল হক আল মামুন (নাটোর সদর), মো. কামারুজ্জামান (নাচোল), আব্বাছ আলী (নলডাঙ্গা), নূর সাইদ (রায়গঞ্জ), আবদুস সালাম (কাজীপুর), মাহবুবুর রহমান (বগুড়া সদর), সফিকুল ইসলাম (শিবগঞ্জ)।

সিলেট বিভাগ : মো. ফয়জুল করিম ময়ূন (মৌলভীবাজার সদর), কামাল উদ্দিন জুনেদ (কুলাউড়া), অধ্যাপক বদরুল হক বাদল (জকিগঞ্জ), ফখরুল ইসলাম (বড়লেখা), নাজিম উদ্দিন সামছু (চুনারুঘাট), অধ্যক্ষ শেরগুল আহমদ (সুনামগঞ্জ সদর), মঈনুদ্দিন চৌধুরী মাসুক (দিরাই), শামছুর রহমান সামছু (ছাতক)।

চট্টগ্রাম বিভাগ : ফকির আহমেদ (মিরসরাই), ইউসুফ নিজামী (সীতাকুণ্ড), আবদুল্লাহ আল হাসান (রাউজান), জালাল আহমেদ (বারৈয়ারহাট), জাবেদ রেজা (বান্দরবান সদর), সাহাবউদ্দিন সাবু (লক্ষীপুর সদর), এ বি এম জিলানী (রায়পুর), শাহেদ আলী পটু (রামগতি), লুৎফর রহমান (রামগঞ্জ), তাহের পলাশ (চৌদ্দগ্রাম), সুভাষ বণিক (লাকসাম), জসিম উদ্দিন পাটোয়ারী (বরুড়া), হুমায়ুন কবির প্রধান (কচুয়া), আলহাজ আ. মান্নান খান বাচ্চু (হাজীগঞ্জ), এনামুল হক বাদল (মতলব দক্ষিণ), আজিজুর রহমান (কক্সবাজার সদর), নূরে আলম হায়দার (চকরিয়া)।

খুলনা বিভাগ : শেখ আবদুল মান্নান (দাকোপ), মিরাজুল ইসলাম (পাইকগাছা), তাসকিন আহমেদ চিশতি (সাতক্ষীরা সদর), মারুফুল ইসলাম (যশোর সদর), সেলিম রেজা ওলিয়ার (চৌগাছা), রবিউল ইসলাম (নওয়াপাড়া), আবদুল হাই মনা (বাঘারপাড়া), এডভোকেট শহীদ ইকবাল (মনিরামপুর), খন্দকার আবদুর জব্বার সোনা (চুয়াডাঙ্গা সদর), মহিউদ্দিন (ভেড়ামারা)।

বরিশাল বিভাগ : মাহবুবুর রহমান মাস্টার (বানারীপাড়া), শহীদ হোসেন খান (উজিরপুর), গিয়াস উদ্দিন দীপেন (মেহেন্দিগঞ্জ), মো. হারুন-অর রশিদ খান (মুলাদী), মুজিবুর রহমান (নলছিটি), এডভোকেট মো. নুরুল আমিন (বরগুনা সদর), তুহিন মৃধা (আমতলী)।

রংপুর বিভাগ : তৌহিদুল ইসলাম (পঞ্চগড় সদর), এ জেড এম মেনহাজুল হক (পার্বতীপুর), শাখাওয়াত হোসেন শিল্পী (হাকিমপুর), অধ্যাপক পরিতোষ চক্রবর্তী (বদরগঞ্জ) মো. নুরুল ইসলাম নুরু (কুড়িগ্রাম সদর), আদম আলী (নাগেশ্বরী), ফারুক আহমেদ (গোবিন্দগঞ্জ), মো. শফিউজ্জামান শহীদ (গাইবান্ধা সদর), এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল (পাটগ্রাম) ও আবদুল হালিম (লালমনিরহাট সদর)।

 

Print Friendly, PDF & Email

Related Posts