বিডি মেট্রোনিউজ ।। হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাঁচা পাট রফতানি। বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’র সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২’র ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হলো।