মো.নাঈম হোসেন, পবিপ্রবি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিতাংশ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন ফলক উম্মাচনের মাধ্যমে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উল্লেখ্য, ১৫ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে হলটির বর্ধিতাংশ নির্মাণ করা হবে। পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন এর সার্বিক ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।