জাফর আহমদ নোমান ।। যৌতুকের দাবী মেটাতে না পারায় অসহায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়েছে এক পাষন্ড স্বামী। বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গৃহবধু মোরশেদা (২৪)।
পাষন্ড কামাল শুধু গলা কেটেই ক্ষ্যান্ত হননি টেনে ধরে বটি দিয়ে দুই হাতের বাহুতে কুপিয়েছে, ব্লেড দিয়ে পিঠে , উরুতে, পিছনে কেটে জখম করে ক্ষত বিক্ষত মোরশেদার শরীর থেকে ঝড়িয়েছেন প্রচুর রক্ত।
দুই অবুঝ শিশু জিহাদ আর জীবন মায়ের আর্তনাদ শুনে এগিয়ে আসলে নির্দয় বাবা ওদেরকেও গলাটিপে ধরে জোরে ছুড়ে ফেলে। এত শিশু জীবনের (০৬) দাঁত ভেঙ্গে রক্তাক্ত হয় এবং জিহাদ একই ভাবে মারাত্মক আহত হয়।
ঘটনাটি ঘটেছে ৩ নভেম্বর রুপগঞ্জের গাউছিয়া এলাকায়। আহত গৃহবধুর বাড়ী রংপুরে আর নিষ্ঠুর স্বামী কামাল হোসেন জামালপুর এলাকায় ।
গুরুতর আহত অসুস্থ এই গৃহবধু এখন বাকরুদ্ধ, স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারছেনা। ক্ষত-বিক্ষত জখম শরীরে প্রচন্ড ব্যাথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন মোরশেদার স্বাভাবিক নড়াচড়া করতেও দারুন কষ্ট হচ্ছে বলে জানান মা তাহমিনা বেগম।
অসুস্থ মেয়েকে নিয়ে বিপাকে অসহায় মা আরো জানান, আল্লাহর অশেষ দয়ায় কোন রকম বাঁচলেও আমার মেয়ের অবস্থা তেমন একটা ভাল না । আরো ভাল চিকিৎসা প্রয়োজন । পুলিশে চাকরি করা ওর বাবা মারা যাওয়ার পর থেকে সংসারে চলছে অভাব আর অনটন।
তিনি এই পাষন্ডর জামিন না দিয়ে কঠিন শাস্তির জন্য সরকারের উচ্চ পর্যায়ে দাবি জানান। হাসপাতালে মেঝেতে চিকিৎসাধীন গৃহবধু গরীব অসহায় মোরশেদা মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। হাসপাতালের অন্য রোগীর স্বজনরা গুরুতর জখম মোরশেদার ক্ষত চিহ্নের ভয়াবহতা দেখে আঁতকে উঠছেন।