প্রবাসী সাংবাদিক শহীদুল ইসলাম মিন্টুর নির্জলা স্ট্যাটাস

বিডি মেট্রোনিউজ ।। সন্তানেই সব সুখ। কারণ সন্তানেই যায় দেখা আপনার মুখ। সে কথাটি আবার মনে করিয়ে দিলেন সাংবাদিক, সংগঠক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহীদুল ইসলাম মিন্টু।

তিনি এখন সপরিবারে কানাডা প্রবাসী। তার কন্যার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে যে কথাগুলো বেরিয়ে এসেছে, তাতে নেই কোনো ভনিতা, নেই কোনো মেকিপনা।

mintu-3

একদম নির্জলা মনের গহীনের কথাগুলো যে বেরিয়ে এসেছে, তা চোখমুদেই বলে দিতে পারবেন যে কেউ। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একমাত্র কন্যা নির্জলা প্রিয়দর্শিনীকে নিয়ে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো :

‘ বড় হও মা আমার….
আমার ছোট মা নির্জলা প্রিয়দর্শিনী, দশ বছর আগে ঠিক এই সময়ে টরেন্টোর স্কারবোরো হসপিটালে গলা ফাটিয়ে কান্না করে উপস্থিতি জানান দিয়েছিলো। ডা. রাথেভেস্কি আমার হাতে একটা কাঁচি তুলে দিলেন। বললেন, নাড়ি টা কাটো প্লিজ। আমার চোখ বেয়ে তখন টপটপ করে পানি ঝরছে। সে এক অলৌকিক আনন্দের কান্না ‍! অবাক চোখে তাকিয়ে থাকি কন্যার দিকে। নাড়ি কাটার সাহস পাইনা। ডাক্তার কাটলেন। কন্যাকে আমার কোলে তুলে দিলেন। মুখ আর গায়ের রং হুবুহু আমার মায়ের মতো। মা’য়ের মুখটাই যেনো বারবার ভেসে আসছিলো আমার চোখের সামনে। এভাবেই আমরা দুই থেকে তিন হয়ে গেলাম। আমার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে গেলো নির্জলা প্রিয়দর্শিনী।

আমার খুবই ভালো বন্ধু সে। বড় হয়ে ডাক্তার হতে চায় নির্জলা প্রিয়দর্শিনী । আমি চাই সে পরিপূর্ণ মানুষ হোক। এটাই বেশি জরুরী। 

প্রতিবছর এই দিনে আমার মন একটু খারাপ খাকে। মেয়ে আমার বড় হচ্ছে। বড় হওয়া মানেই একটু একটু করে দূরে সরে যাওয়া। আমি কেবল দোয়া করি, বড় হও মা আমার। আকাশ ছুঁয়ে দেখার সাহস হারাবে না কখনো। 
হ্যাপি বার্থডে নির্জলা!’

বিডি মেট্রোনিউজের পক্ষ থেকেও নির্জলা প্রিয়দর্শিনীকে জন্মদিনের শুভেচ্ছা

Print Friendly, PDF & Email

Related Posts