বিডি মেট্রোনিউজ ডেস্ক ।। আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও আজ শনিবার ১৪৩৭ হিজরির পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে নতুন আরবি মাসের গণনা শুরু হবে। সেই হিসেবে ২৫ ডিসেম্বর ১২ রবিউল আওয়াল ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে। এই দিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ধর্মসচিব ও চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী প্রমুখ।