আপনার আজকের রাশিফল ॥ ১৪ ফেব্রুয়ারি

বিডিমেট্রোনিউজ ডেস্ক আজকের রাশিফল : মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি  ২০১৭

 

মেষ
প্রেমের জন্য মনে আনন্দ বৃদ্ধি । গুরু জনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার । স্ত্রীর সঙ্গে হালকা বিবাদ । অর্থ ভাগ্য ভাল । বন্ধুর সঙ্গে বেশি সময় ব্যয় । সংসারে খরচ বৃদ্ধি ।
বৃষ
শক্ত মনোভাবের জন্য বাড়িতে বিবাদ । ব্যবসার জন্য ঋণ গ্রহণ হতে পারে । চাকরির বদলির জন্য চাপ বৃদ্ধি । শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের মনোভাব । রোগের জন্য খরচ বৃদ্ধি ।
মিথুন
সংসারে শান্তির জন্য ব্যাপক চেষ্টা । প্রেমের জন্য নতুন কোনও চিন্তা ভাবনা । আলসার জাতীয় রোগের বৃদ্ধি । জলপথে বিপদ বাড়তে পারে । অংশীদারি ব্যবসায় খুব ভাল করে নজর দিন ।
কর্কট
কাজে বিভ্রান্তি ঘটতে পারে । চাকরির স্থানে উচ্চব্যক্তির কাছে অপমান । ব্যবসা বৃদ্ধি পাওয়ার জন্য মনে আনন্দ বৃদ্ধি । বন্ধুর ছলনাতে মনে কষ্ট । সমাজের উপকার করে সুনাম ।
সিংহ
সাবধানে চলাফেরা করুন, আঘাত লাগতে পারে । অনেক দিন পরে কর্মে আনন্দ বৃদ্ধি । নতুন কোনও কাজ আপনাকে আজ ব্যস্ত রাখবে । মহিলা থেকে সাবধান থাকুন ।
কন্যা
আয়ের পথ সুগম হতে পারে । আইনি কোনও ভাল সুযোগ আসতে পারে । রাজনীতির লোকেদের মনে একটু ভয় আসতে পারে । রাস্তায় অপরকে উপকার করতে গিয়ে বিপদ বৃদ্ধি ।
তুলা
সকাল থেকে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঠোকাঠুকি লেগে থাকবে । আপনার ভয়ের সুযোগ প্রতিবেশী নিতে পারে । ভাইবোনের সঙ্গে মতবিরোধে মন কষ্ট বৃদ্ধি । আইনি কাজ ভাল হবে ।
বৃশ্চিক
আয় ভাল থাকবে, আত্মীয়ের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন । বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে । গুপ্ত শত্রুর ব্যাপারে সাবধান । প্রেমে মনের কথা বোঝাতে পারবেন না ।
ধনু
মনের অস্থিরতা বৃদ্ধির ফলে বাড়ির কাজে ভুল । অর্শ পীড়া নিয়ে কষ্ট বৃদ্ধি । চাকরির কোনও নতুন যোগাযোগ আসতে পারে । অর্থ নিয়ে সংসারে মতবিরোধ । সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি ।
মকর
শত্রু ভয় বাড়তে পারে । কোনও কাজে বার বার গিয়েও সাফল্য আসবে না । বাড়িতে দূরের আত্মীয় আসতে পারে । সম্পত্তি নিয়ে কোনও সুযোগ হাতছাড়া হতে পারে ।
কুম্ভ
প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে । বাড়িতে কোনও সুন্দর জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে । গুরুজনের সঙ্গে বাজে ব্যবহারের জন্য মন কষ্ট । পেটের সমস্যা বাড়তে পারে ।
মীন
কর্মস্থানে কোনও গোলযোগ নিয়ে চাপ বাড়তে পারে । স্বামী স্ত্রী অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে । ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে । পড়াশোনার জন্য ভাল সময় । জ্যোতিষ শ্রী জয়দেব
Print Friendly, PDF & Email

Related Posts