ক্যান্সার সোসাইটির লটারির ড্র

বিডি মেট্রোনিউজ || বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার হোমের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে তিনটি নম্বর; এগুলো হল- ঞ ০৬০৭৩১৭,ঙ ০৪১১২৯০, ঞ ০৩১০৪৩০।

দুই লাখ টাকার একটি দ্বিতীয় পুরস্কারজয়ী নম্বরটি হচ্ছে ঝ ০৬৯০৪০৫। ১ লাখ টাকার একটি পুরস্কারজয়ী নম্বরটি হচ্ছে ঝ ০৪৬৫২৫৫।

এই লটারিতে চতুর্থ পুরস্কার পাঁচটি, প্রতিটি ১০ হাজার টাকা করে। বিজয়ী নম্বরগুলো হচ্ছে- ঘ ০৬৭৮৩৫৮, ঝ ০১২৯৩০৯, ঞ ০২২৬৯৫০, ঙ ০৪৬৬৪৮০, চ ০১৩২০২৫।

এছাড়া পঞ্চম পুরস্কার ১০টি প্রতিটি ৫ হাজার টাকা এবং ষষ্ঠ পুরস্কার ৬০০টি, প্রতিটি ১ হাজার টাকা করে।

শুক্রবার ক্যান্সার সোসাইটি ভবনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts