বিডি মেট্রোনিউজ || দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে গড় আয়ু ৩ মাস বেড়ে ৭০ বছর ৭ মাসে দাঁড়িয়েছে। পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকসের প্রতিবেদনটি রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার দুপুরে প্রকাশ করা হয়।
প্রতিবেদন মতে, প্রতি বছর দেশের গড় আয়ু ০.৬০ বছর করে বাড়ছে। ২০১০ সালে গড় আয়ু ছিল ৬৭.৭ বছর, ২০১৩ সালে করা জরিপে গড় আয়ু উল্লেখ করা হয়েছিল ৭০ বছর ৪ মাস আর ২০১৪ সালে গড় আয়ু ৭০ বছর ৭ মাসে পৌঁছায়।
এবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুরুষদের চেয়ে নারীদের গড় আয়ু বেশি হারে বাড়ছে।