চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় আশেক মনজুর

বিডি মেট্রোনিউজ || এই প্রথম বাণিজ্যিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করলেন আশেক মনজুর। ছবির নাম ‘যাযাবর’। এই চলচ্চিত্রে আশেক এর পরিচালনায় থাকছে মোট ছয়টি গান। ইতিমধ্যেই এর পাঁচটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলো আশেক মনজুর এর মাই ল্যাব স্টুডিও তে রেকর্ড করা হয়।

asheq+pantho+andrwu

এবার আশেক মনজুর এর সঙ্গীত পরিচালনায় গাইলেন জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর, মমতাজ ও পান্থ কানাই। এন্ড্রু কিশোরের কন্ঠে রেকর্ডিং হয়েছে ‘খেলা’ শিরোনামের একটি গান।

আর মমতাজ ও পান্থ কানাই গেয়েছেন ‘চাতক পাখি’ শিরোনামের একটি দারুণ গান। এ গানটিতে সঙ্গীত পরিচালনায় আশেক মনজুরের সঙ্গে যৌথভাবে রয়েছেন গ্যারেথ রেডফার্ন ।

আশেক মনজুর জানান, গানগুলো জনপ্রিয় হবে এবং মুখে মুখে ফিরবে বলে তার বিশ্বাস। সবগুলো গানই মনপ্রাণ ঢেলে পরিচালনা করছেন বলেও জানালেন তিনি।

সম্প্রতি ‘যাযাবর’ চলচ্চিত্রের জন্য আশেক মনজুর এর সঙ্গীত পরিচালনায় ওপার বাংলার প্রখ্যাত শিল্পী নচিকেতা, অনুপম ও অন্বেষা গান করেন।

Print Friendly, PDF & Email

Related Posts