জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব ইয়াং ক্লাব কর্তৃক জঙ্গি-সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মোহনপুরে ইয়াং ক্লাবের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব ইয়াং ক্লাবের সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপির নাতী আশফাক হোসেন চৌধুরী মাহী।
প্রধান অতিথির বক্তব্যে মাহী চৌধুরী বলেন, আমাদের দেশ আমাদের অহংকার। দেশ রক্ষা করা আমাদেরই দায়িত্ব। প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব রয়েছে জঙ্গি-সন্ত্রাসের হাত থেকে দেশকে রক্ষা করা। তাই মতলব ইয়াং ক্লাবও বসে নেই। আমরাও জঙ্গি-সন্ত্রাসবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। কৌশলের সাথে এ অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।
তিনি মতলবে জঙ্গি-সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রাখতে প্রশাসনের পাশাপাশি ইয়াং ক্লাবের উপজেলা ও প্রতিটি ইউনিয়ন নেতৃবৃন্দকে সোচ্ছার থাকার আহ্বান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. আল-আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন ইয়াং ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ।
উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ঐক্য পরিষদের সভাপতি শিবলী এমরান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোবারক হোসেন, ইয়াং ক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আলম পান্না, ছেঙ্গারচর পৌর ইয়াং ক্লাবের সভাপতি উজ্জ্বল মুফতী, ছেঙ্গারচর পৌর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মির্জা মুন্না, মতলব পৌর ইয়াং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ইমন, সাধারন সম্পাদক রোবায়েত হাসান ইহাম, মোহনপুর ইউনিয়ন ইয়াং ক্লাবের সহ-সভাপতি লিখন, সাদুল্লাপুর ইউনিয়ন ইয়াং ক্লাবের সভাপতি ওয়াশিম নিলয়, দূর্গাপুর ইউনিয়ন ইয়াং ক্লাবের সভাপতি ফখরুল ইসলাম রনি, এখলাছপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ঐক্য পরিষদের সভাপতি রাকিবুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন ইয়াং ক্লাবের সভাপতি রিয়াদ হোসেন, নারায়াণপুর ইউনিয়ন ইয়াং ক্লাবের সভাপতি মো. রনি, খাদেরগাঁও ইউনিয়ন ইয়াং ক্লাবের সভাপতি মো. সালাউদ্দিন, সাধারন সম্পাদক মো. হোসাইন, সাদুল্লাপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ঐক্য পরিষদের সভাপতি আসিফ সরকার, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ জয় রাকিব, ফরাযীকান্দি ইয়াং ক্লাবের সাধারন সম্পাদক ছদরুল ইসলাম, ফরাযীকান্দি ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, দূর্গাপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাইফুল শিকদার, ফরাযীকান্দি ইউনিয়ন ইয়াং ক্লাবের সাধারন সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমূখ।
সভায় মতলব ইয়াং ক্লাবের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।