রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে জয় মুম্বইয়ের

বিডিমেট্রোনিউজ ডেস্ক আইপিএল-এ এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স। সুপার ওভারে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। সুপার ওভারে ২ উইকেটে ১১ রান করে মুম্বই। জবাবে মাত্র ৬ রান করে গুজরাত।

এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে গুজরাত। ঈশান কিষাণ করেন ৪৮ রান। ক্রুণাল পাণ্ড্য তিনটি এবং যশপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেও ১৫৩ রানে অলআউট হয়ে যায় মুম্বই। পার্থিব পটেল করেন ৭০ রান। ক্রুণাল ২০ বলে ২৯ রান করে জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু তিনি আউট হতেই ম্যাচ টাই হয়ে যায়।

সুপার ওভারে মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নেমে একটি বাউন্ডারি ও ছক্কা মেরে আউট হয়ে যান কিয়েরন পোলার্ড। জোশ বাটলার কোনও রান না করেই আউট হয়ে যান। এরপর বল হাতে কামাল করেন বুমরাহ। তিনি নো বল, ওয়াইড করলেও, ৬ রানের বেশি দেননি।

Print Friendly, PDF & Email

Related Posts