তালায় যুবককে কুপিয়ে জখম

বিডিমেট্রোনিউজ, সাতক্ষীরা ॥  সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর গ্রামের রফিকুল গাজী নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। রোববার সকালে হরিহরনগর বাজারে এ ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার জের ধরে শাহপুর গ্রামের অহেদ আলী গাজীর (বাটু) ছেলে আলমগীর গাজী এ হামলা চালান বলে অভিযোগ করেন এলাকাবাসী।

রফিকুল গাজী সকালে হরিহরনগর বাজারে এলে আলমগীর গাজীর সঙ্গে ঝগড়া শুরু করেন এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান।

গুরুত্বর আহত অবস্থায় রফিকুল গাজীকে প্রথমে তালা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই আলমগীর গাজী পলাতক।

তালা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রফিকুল গাজীর দেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় খুলনায় পাঠানো হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts