বিডিমেট্রোনিউজ ॥ ঢাকার হাতিরঝিল থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ নামের আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি তেজগাঁওয়ের একটি বস্তিতে থাকতেন।
সোমবার সকালে তার লাশ হাতিরঝিলে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুজ্জামান বলেন, “সবুজের শরীরের ব্লেডে কাটার অসংখ্য পুরনো দাগ রয়েছে। সে মাদক সেবন করত বলে জানা গেছে।”
ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
পুলিশ ঝিল থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।