বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান করেছে সফরকারী দল। ব্যাটিং অনুশীলনটা দারুণ হলো বাংলাদেশের।
দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। চারে নেমে শেষ পর্যন্ত ১৩৪ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ৯৮ বলে ১৪ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান মুশফিকুর রহিম।
ইমরুল কায়েসের সঙ্গে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করে ব্যক্তিগত ৪৪ রানে (৪০ বল, ৭ চার) ফেরেন ইমরুল। ৬৪ বলে ৭ চার ও এক ছক্কায় সৌম্য করেছেন ৭৩।
এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ৩৪ বলে ৩১, নাসির হোসেন ৩০ বলে ২৬ রান করে ব্যাটিং অনুশীলন সারেন। ৪৬ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিক দলের সেরা বোলার জেমস কির্টলি।
সাসেক্সের প্রথা অনুযায়ী সফরকারী দলগুলো সেখানে গেলে ডিউক অব নরফোকের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে। পশ্চিম সাসেক্সের আরুনডেল ক্যাসল ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সোমবার বিকেল ৪টায়।