মামলার শুনানি শেষে বাড়ি ফেরার পথে হামলা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি মতলব উত্তরে একটি জমি সংক্রান্ত মামলার শুনানি শেষে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের উপর হামলা করেছে আসামী পক্ষ। এতে বাদীপক্ষের ইকবাল (৫৫), তুহিন (২৫), দিপু (২২) ও টিপু খান (৪৪)সহ চারজন গুরুতর আহত হন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের গেটের উত্তর পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানা গেছে, নিজেদের জায়গা রক্ষার্থে উপজেলার বদরপুর গ্রামের আবুল হোসেন সরকার বাদী হয়ে গত ১ বছর আগে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কর্তৃক উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কে নালিশী জায়গা পরিমাপ করে আগামী ২৫ মে’র মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আদালতের আদেশ অনুযায়ী গত ১৯ এপ্রিল সরেজমিনে গিয়ে উপজেলা সার্ভেয়ার জমি পরিমাপ করেন। এ নিয়ে মঙ্গলবার (২ মে) সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন এর নিজ কার্যালয়ে একটি শুনানি বৈঠক অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বাদী পক্ষ আসামী পক্ষ কর্তৃক এ হামলার শিকার হন।

তুহিনের পিতা আবুল হোসেন বলেন, আমার ৭২ শতাংশ জায়গা রক্ষার্থে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। গত ১৯ এপ্রিল ওই জায়গা পরিমাপ করার সময়ও আসামী পক্ষ আমাদেরকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে। এছাড়াও বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে।

আবুল হোসেন আরো বলেন, মঙ্গলবার ভূমি অফিসে শুনানি শেষে বাড়িতে যাত্রা করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে আসামী পক্ষ। এলোপাথারী মারধর করে। এতে ইকবাল, তুহিন, দিপু ও টিপু খান গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করবেন বলে জানান আবুল হোসেন।

Print Friendly, PDF & Email

Related Posts