২০ মে ভোলায় ৮০’র দশকের সাংবাদিকদের সমাবেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ভোলার ৮০’র দশকের সাংবাদিকরা আগামী ২০ মে ২০১৭ ভোলা শহরে দিনব্যাপী সাংবাদিক সমাবেশ, সেমিনার, স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে থাকা ভোলার সাংবাদিকদের মিলন মেলা বসতে যাচ্ছে।

এ উপলক্ষে ৮০’র দশকের সাংবাদিকদের জীবনীসহ বিশেষ একটি স্যুভেনির প্রকাশিত হচ্ছে। সমাবেশে ৮০’র দশকের আগের ও পরের সকল সাংবাদিককে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সমাবেশ অলংকৃত করবেন জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ ঢাকার বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়া ৮০’র দশকে ভোলার দৈনিক ‘ভোলাবাণী’র সম্পাদক আবু সুফিয়ান বাহার, ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান এবং চরফ্যাশন থেকে প্রকাশিত সাপ্তাহিক উপকূলের প্রকাশক সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। এসব কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে গত রোববার ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা মিলনয়াতনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন সরকারী কলেজের অধ্যক্ষ কায়ছার আহম্মেদ দুলাল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, দৈনিক দক্ষিণ প্রান্ত’র সম্পাদক  নজরুল হক অনু, এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাকের ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন,  চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মঞ্জু, কর্মকুটিরের নির্বাহী পরিচালক আনজামুল আলম মুনীর,  ড. আমিরুল ইসলাম বাছেত, ইনকিলাব এর প্রতিনিধি আব্দুল বারেক, সাংবাদিক  মোকাম্মেল হক মিলন, দৈনিক ভোলাদর্পণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর বশিদ, তালহা তালুকদার বাঁধন প্রমূখ।

ttt

এর আগে ঢাকায় জাতীয় প্রেস জাতীয় প্রেস ক্লাবে এ এইচ এম বজলুর রহমানের সভাপতিত্বে পৃথক এক সভায় ঢাকাস্থ ভোলার ৮০’র দশকের সাংবাদিকবৃন্দা এক সভায় মিলিত হন। সভায় ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মিজানুর রহমান, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক ইদ্রিস মাদ্রাজী, শাহ মতিন টিপু, সাজাহান সাজু এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান সামুন বক্তব্য রাখেন। সভায় নজরুল হক অনুকে সভাপতি ও ইদ্রিস মাদ্রাজীকে সম্পাদক করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়।

সভায় আগামী ১০ মে’র মধ্যে ভোলার ৮০’র দশকের সাংবাদিকদের ০১৭১৬১৯৭৪৫৮, ০১৭৫৫৬২৪৫৮৭ অথবা ০১৭১২-৫৮২৫৭৯ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়। একই সাথে স্যুভেনিরে প্রকাশের জন্যে ৮০’র দশকের নিবন্ধিত সাংবাদিকদের ১২০০-১৫০০ শব্দের মধ্যে সংক্ষিপ্ত জীবনী লিখে এককপি পাসপোর্ট সাইজের ছবিসহ idrismadraji@yahoo.com এই ঠিকানায় মেইল করতে অনুরোধ করা হয়। সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভোলা সদর, বোরহানুদ্দিন, তজুমদ্দিন, দৌলতখান, লালমোহন, চরফ্যাসন ও মনপুরা এবং ঢাকাসহ সারাদেশে কর্মরত ভোলার নবীন-প্রবীণ সকল সাংবাদিককে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে অতিথি হিসেবে যোগদানকারী সাংবাদিকদের ১৫ মে-২০১৭ এর মধ্যে উপরোক্ত নম্বরে ফোন করে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়।

Print Friendly, PDF & Email

Related Posts