গরমে জনজীবন বিপর্যস্ত

বিডিমেট্রোনিউজ হঠাৎ করেই গতকাল প্রচন্ডমাত্রায় ভ্যাপসা গরমে নাকাল হয় দেশবাসি। সারাদিন প্রচন্ড রোদের উত্তাপের পরেও সন্ধ্যা থেকে রাত অবধি অসহনীয় গরমের তীব্রতা মিলিয়ে যায়নি। ফলে এই অসহনীয় মাত্রার গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

রাজধানী ছাড়াও সারাদেশে এই তাপ প্রবাহ বিদ্যমান থাকায় সারাদেশের মানুষকে একই সাথে দুর্ভোগ পোহাতে হয় ।

গতকাল দুপুরের রোদ কেটে যাবার পর বিকেলের দিকে গরম কাটতে না থাকায় দিশেহারা হয়ে উঠতে দেখা যায় মানুষজনকে। নিতান্তই প্রয়োজন না ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই। তবে ঘরে থাকা ফ্যানের বাতাসেও স্বস্তি মেলেনি বলে জানান অনেকে। ফ্যানের বাতাসেও গরমের হলকা ছিল।

রোদের মধ্যে কাজে বাধ্য হওয়া খেটে খাওয়া বিভিন্ন শ্রেণির দিনমজুর, রিকশাওয়ালা, ক্ষেত-খামারের শ্রমিকদের জন্যে দিনটি হয়ে ওঠে বেশি কষ্টের। এদের অনেকেরই আশ্রয়স্থল হয়ে ওঠে পথের ধারে বিভিন্ন ফলের রস বা পানীয়-এর দোকানগুলো।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশের বেশকিছু জেলায় প্রচন্ড তাপ প্রবাহ বইছে। দেশের রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে বইছে এ তাপ প্রবাহ। তাপপ্রবাহ আরো কিছুদিন বহাল থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া চিত্রের সংপ্তিসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts