বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা

তারা বহু সেনা অফিসারের রক্তের ওপর দাঁড়িয়ে ‘কারফিউ গণতন্ত্র’ চালু করেছিল: কাদের

আক্তার হোসেন অপু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা। তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বহু সেনা অফিসারের রক্তের ওপর দাঁড়িয়ে ‘কারফিউ গণতন্ত্র’ চালু করেছিল। বিএনপি গণতন্ত্র উদ্ধারের নামে পেট্রোল মেরে মানুষ হত্যা করেছে।

গতকাল সকালে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএতে ‘চালকদের সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা’ বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্র সঠিকভাবেই চলছে। বিশ্বের ১৩২ গণতান্ত্রিক দেশের আইপিইউ সম্মেলনে তার নাম যোগ হয়েছে। এর চেয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রমাণ আর কি থাকতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে বলেই ১৩২টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট মেম্বারদের অংশগ্রহণে বাংলাদেশে সাকসেসফুল এত বড় আন্তর্জাতিক সম্মেলন হয়েছে।

ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় বিআরটিএ ঢাকা জেলা সার্কেল আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান পি.পি.এম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, প্রধান বক্তা ও মূল প্রবন্ধক ছিলেন কাজী সাইফুন নেওয়াজ (সহকারী অধ্যাপক বুয়েট ও এ.আর.টি), ঢাকা মেট্রো সার্কেল-২ এর সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম , সহকারী পরিচালক গোলাম হায়দার, মো: নুরুল ইসলাম মল্লিক (পুলিশের অফিসার ইনচার্জ , কেরানীগঞ্জ জোন), সুবীর চন্দ্র দাস (ট্রাফিক পুলিশের ইনচার্জ , কেরানীগঞ্জ জোন), মো. মনিরুল ইসলাম.পিপিএম (অফিসার ইনচার্জ দক্ষিন কেরানীগঞ্জ থানা), মো. নুর নবী শিমু (প্রশিক্ষক, বিআরটিএ), মো.আলমগীর শেখ (মোটরযান পরিদর্শক ও লাইসেন্সীং নবায়ন বোর্ডের সদস্য সচিব ) সহ ঢাকা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীগণ।

প্রশিক্ষন কর্মশালায় প্রায় ৬/৭ শত পেশাজীবি গাড়ি চালকসহ সড়ক পরিবহন সংশ্লিষ্ট নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email

Related Posts