সাসেক্সকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সাসেক্স একাদশকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান করে টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় সাসেক্স একাদশ।

বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েস ৯২ রান করে স্বেচ্ছায় অবসরে যান। এছাড়া সাব্বির রহমান ৫২, মুশফিকুর রহিম ৪০ রান করেন। মিরাজ ৬০ রান করে অপরাজিত থাকেন।

সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। ১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। সিরিজের অপর দলটি হল নিউজিল্যান্ড।

১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আবারও ইংল্যান্ডে আসবে বাংলাদেশ।

আগামী ১ জুন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে।

Print Friendly, PDF & Email

Related Posts